Site icon Jamuna Television

অপহরণ করে ছুটলো গাড়ি, পেছনে পিস্তল হাতে ছুটলেন একজন

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ রোববার (৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জমি নিয়ে দুই আবাসন ব্যবসায়ীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিসিটিভির একটি ফুটেজে দেখা যায়, এক পক্ষের লোকজন একটি সাদা প্রাইভেট কার নিয়ে একটি দোকানের সামনে গিয়ে থামে। গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। আরেকটি ফুটেজে দেখা যায়, ওই গাড়ির পেছনে পিস্তল হাতে ছুটছেন এক ব্যক্তি।

তবে কে কাকে অপহরণ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

/এএম

Exit mobile version