Site icon Jamuna Television

সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে: ওবায়দুল কাদের

ঐক্যফ্রন্টের সাথে গতকালের সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চাইলে ছোট পরিসরে আবারও সংলাপ হতে পারে। তিনি আরও বলেন, শুরুটা ভালো হয়েছে। ঐক্যফ্রন্টের সাতদফার তিনটি বিষয়ে কোনো আপত্তি থাকবে না।

আলোচনার জন্য প্রধানমন্ত্রীর দরজা খোলা বলেও মন্তব্য করেন তিনি। রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় উল্লেখ করেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি। মুন্সিগঞ্জের এ অনুষ্ঠানে সেতু মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version