Site icon Jamuna Television

পটুয়াখালীতে নিখোঁজের সাতদিন পর মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

পটুয়াখালীতে নিখোঁজের সাতদিন পর চিহ্নিত মাদক ব্যবসাযী মঞ্জু মৃধার (৪১) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের হেতালিয়া বাধঘাট এলাকার খালের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত মঞ্জুর বাবার নাম মফেজ মৃধা তার গ্রামের বাড়ী সদর উপজেলার শারিকখালী গ্রামে।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জসিম উদ্দিন জানান, নিহত মঞ্জুর বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে দুটি মামলা রয়েছে। কিছুদিন আগে পুলিশের হাতে গ্রেফতারের পর জামিনে বের হয়ে পূনরায় সে মাদক ব্যবসায়ে জড়িয়ে পরে। এবং পুলিশের তালিকাভূক্ত একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তিনি জানান, এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা বের করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Exit mobile version