Site icon Jamuna Television

পাহাড়ি নারীদের চীনে নেয়ার প্রলোভনে পাচারের অভিযোগ, চীনা নাগরিকসহ গ্রেফতার ২

ছবি- সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

পাহাড়ের নারীদের পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ জুন) রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন, পাচার চক্রের মূল সদস্য সুমি চাকমা ওরফে হেলি চাকমা এবং চীনা নাগরিক জিও সু হুইকে।

পুলিশ জানায়, পানছড়িতে দুই কিশোরীর নিখোঁজের অভিযোগের ভিত্তিতে অভিযানে নামেন তারা। জানতে পারেন, দীর্ঘদিন ধরেই নানা প্রলোভন দেখিয়ে পাহাড় থেকে কিশোরীদের চীনে নেয়ার কথা বলে এই ভাড়া বাসায় আটকে রাখতো চক্রটি। তাদের ধরতে সম্ভাব্য সব জায়গাতেই অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় গ্রেফতার করা হয় দুইজনকে। এছাড়া পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতার জিও সু হুইকে কারাগারে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগীরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

/এনকে

Exit mobile version