পটুয়াখালী প্রতিনিধি
আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি। শুক্রবার সকালে বাউফল উপজেলার কালাইয়া হাই স্কুল মাঠে আয়োজিত বর্তমান সরকারের উন্নয়নের প্রত্যাশা ও প্রাপ্তি বিয়ষক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘সরকার যে উন্নয়ন করছে তা আগামীতেও অব্যাহত রাখতে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কে স্বাধীন করলেও তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছেন।
কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

