Site icon Jamuna Television

বাংলাদেশি নাগরিক প্রমাণ করতে পারলে মিলবে এনআইডি: সিইসি

ফাইল ছবি।

দ্বৈত নাগরিকত্ব থাকলেও, বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে, জাতীয় পরিচয় পত্র পাবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার (১০ জুন) সকালে, ‘এনআইডি সংশোধনের আবেদন ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি’ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন সিইসি।

এসময় তিনি বলেন, মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন। জাতীয় পরিচয়পত্র অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। যাতে এমন ঘটনা আর না হয় সেদিকে নজর রাখার নির্দেশনা দেন সিইসি।

তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র এখনও শতভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর অন্যতম কারণ, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেনা না কিংবা যারা তথ্য নেন তারাও সঠিক ভাবে তথ্য নিবন্ধন করেন না বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version