Site icon Jamuna Television

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো:

বরিশাল বিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (১০ জুন) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা, প্রেমিকের সাথে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্যের জেরে ওই ছাত্রী আত্মহত্যা করতে পারে।

মৃত শেফা নূর ইবাদি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মীর্জাগঞ্জে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আব্দুল কাইউম জানান, রাত ১টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দ্বিতীয় তলার পড়ার রুমের বারান্দায় সিলিংয়ের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত শেফা নূর ইবাদিকে দেখতে পায় সহপাঠীরা। দ্রুত তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে। শেফার মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালীর মীর্জাগঞ্জে পাঠানো হয়েছে।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল জানান, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। তদন্ত করে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version