Site icon Jamuna Television

দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ-গণতান্ত্রিক এর কর্মী নিহত

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-গণতান্ত্রিক এর কর্মী সুভেন্টু চাকমা নিহত হয়েছেন। ভোরে উপজেলার মেরুং ইউনিয়নের বড় আদাম গ্রামে এই ঘটনা ঘটে।

সংগঠনটির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক তমিজ চাকমা জানান, সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে সুভেন্টু চাকমাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সুভেন্টু। হত্যাকাণ্ডের জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেন তিনি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের নেতারা। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ।

Exit mobile version