Site icon Jamuna Television

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ঢাকার নেয়া পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়: ইইউ রাষ্ট্রদূত

হলি আর্টিজানে হামলার পরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

সোমবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স নিয়ে কাজের সুযোগ আছে। এ বিষয়ে ইইউ বাংলাদেশ থেকে অভিজ্ঞতা অর্জন করতে চায়।

জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশে কাজের অনেক সুযোগ আছে বলেও এ সময় উল্লেখ করেন চার্লস হোয়াইটলি। গুণগত ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য বাংলাদেশকে গ্লোবাল গেটওয়ে প্লাটফর্মে যুক্ত হওয়ারও আহবান জানান তিনি।

চার্লস হোয়াইটলি বলেছেন, রোহিঙ্গা ইস্যু দিনদিন কঠিন হয়ে যাচ্ছে। তবে আন্তজার্তিক সম্প্রদায় এই সমস্যা ভুলে যাবে না বলে আশা প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত।

/এমএন

Exit mobile version