Site icon Jamuna Television

শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেন গান্ধি পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন ও রাজ্যসভা সদস্য সোনিয়া গান্ধি, তার পুত্র ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি।

সোমবার (১০ জুন) দিল্লির আইটিসি মৌর্য হোটেলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। টানা তিন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার তিনি দিল্লি পৌঁছান শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে তার দেশে ফেরার কথা রয়েছে।

গান্ধি পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গেও আজ সাক্ষাৎ করেছেন শেখ হাসিনা। পরে আইটিসি মৌর্য হোটেলে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়।

/এমএন

Exit mobile version