Site icon Jamuna Television

সিডনিতে মার্কিন কনস্যুলেটে ‘গ্রাফিতি’ হামলা

ছবি: এএপি

এবার সিডনিতে মার্কিন কনস্যুলেটে হামলা চালালো ইসরায়েলিবিরোধী এক বিক্ষোভকারী। সোমবার (১০ জুন) স্থানীয় সময় ভোর তিনটায় ঘটে এ ঘটনা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ভেঙে দেয়া হয়েছে ভবনের ৯টি কাচের জানালা। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাতুড়ি দিয়ে জানালার কাচে একের পর এক আঘাত করছেন এক ব্যক্তি। পরে গ্রাফিতি (স্প্রে পেইন্ট) করে ভবনের দেয়ালে লিখে দেন ‘ফ্রি গাজা’। এসময় তার পরনে ছিলো হুডি। হুডি দিয়ে মুখ ঢাকা থাকায় দেখা যায়নি তার মুখ।

এরইমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। যা নিয়ে ছড়াচ্ছে আতঙ্কও। সবশেষ পাওয়া খবর পর্যন্ত, এখনও জানা যায়নি তার নাম-পরিচয়। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তকে ধরতে চলছে তদন্ত।

/এএম

Exit mobile version