Site icon Jamuna Television

সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলার হুঁশিয়ারি মেয়র আতিকের

অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা ভেঙে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বললেন, জলাবদ্ধতা নিরসন ও রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলতে থাকবে। তবে দখলদারদের কোনো প্রকার আইনি নোটিশ দিতে নারাজ তিনি।

সোমবার (১০ জুন) রাজধানীর আজমপুর রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সময় এ কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র জানান, অবৈধ এসব স্থাপনার জন্য রাস্তা চওড়া করার কাজ এগোচ্ছে না। একই কারণে এলাকার ড্রেনেজ সিস্টেমও উন্নত হচ্ছে না।

এর মধ্যে সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ওয়ার্ড উত্তরখান ও দক্ষিণখানে মানুষের দীর্ঘদিনের অভিযোগ জলাবদ্ধতা। এ নিয়ে আতিকুল ইসলামের জবাব, নভেম্বরের মধ্যেই আধুনিক ড্রেনেজ সিস্টেমসহ নতুন রাস্তা পাবে এলাকাবাসী।

ঈদের আগে কোরবানির পশুর হাট সড়কে এলেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, এবার কোনো হাট থেকে পশুর বেচাবিক্রি সড়কে চলে এলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে হাট কর্তৃপক্ষের জামানত বাজেয়াপ্তের পাশাপাশি জরিমানা করা হবে।

/এমএন

Exit mobile version