Site icon Jamuna Television

যমুনা টিভিতে সংবাদ প্রকাশের পর ছাতড়া পশুর হাটে ইজারাদারের জরিমানা

ছাতড়া পশুর হাট। ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে এক পশুর হাটে অনিয়ম তুলে ধরেছিল যমুনা টিভি। সংবাদ প্রকাশের পর পশুর হাটের এক ইজারাদারকে ৪০ হাজার এবং আরও দুজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

আজ সোমবার (১০ জুন) নিয়ামতপুর উপজেলার ছাতড়া পশুর হাটে এই অর্থদণ্ড করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক টোল আদায় করায় এবং রিসিটে টোলের পরিমাণ না লেখায় ইজারাদারকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া, লাইসেন্স ও অনুমোদনহীনভাবে গরুর গর্ভ পরীক্ষা করে অবৈধভাবে টাকা নেয়ায় ২ জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপম রায়। উল্লেখ্য, হাটে বিনামূল্যে গরুর গর্ভ পরীক্ষার ব্যবস্থা রেখেছে প্রাণিসম্পদ বিভাগ।

/এএম

Exit mobile version