Site icon Jamuna Television

আরমান আলিফের নতুন গান ‘আমার আমার লাগে’

হালের ক্রেজ আরমান আলিফের নতুন গান ‘আমার আমার লাগে’ প্রকাশিত হয়েছে। গতকাল ডিজিটাল সলিউশনের ব্যানারে ‘রসগোল্লা’ ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ করে। এতে কথা ও সুর দিয়েছেন ওমর ফারুক বিশাল। আর সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

গানটির ভিডিও নির্দেশনায় ছিলেন সঞ্জয় সমাদ্দার। মডেল হিসেবে কাজ করেছেন শান, সৌমি, আনোয়ার, শামীস ও পূর্ণিমা।

তরুন শ্রোতাদের কাছে ‘অপরাধী’ গান দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন আরমান আলিফ। নতুন এই গানও শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদ শিল্পীর।

Exit mobile version