Site icon Jamuna Television

ভয়াবহ দাবানলে পুড়ছে ব্রাজিল

ব্রাজিলের মাতো গ্রোসো দো সোল প্রদেশের প্যান্টানাল অঞ্চলটি এখন ভয়াবহ দাবানলে পুড়ছে। শত শত অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছেন। সোমবার (১১ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্যান্টানাল অঞ্চলটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় জলাভূমি। দাবানল মৌসুমের আগেই শুরু হয়ে যাওয়ায় আগের বছরগুলোর তুলনায় এবারের দাবানল আরও তীব্রভাবে দেখা দিচ্ছে। ইতোমধ্যে, মাতো গ্রোসো দো সুল প্রদেশের প্রায় ৩২ হাজার হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে। 

অঞ্চলটিতে অন্যান্য বছরের তুলনায় এবার বৃষ্টিও কম হয়েছে। এর ফলে আগুন খুব সহজেই ছড়িয়ে পড়ছে। ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের (আইএনপিই) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে গত ৯ জুন পর্যন্ত আগুন লাগার ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় ৯৩৫ শতাংশ পর্যন্ত বেশি।

/এআই

Exit mobile version