Site icon Jamuna Television

হজ পালনের ‍উদ্দেশে সৌদি আরব গেলেন পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরে মন্ত্রীকে বিদায় জানান সৌদি রাষ্ট্রদূত

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১১ জুন) সকালে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সহধর্মিণী নুরান ফাতেমা হজে তার সঙ্গী হয়েছেন। মন্ত্রী সবার কাছে তার ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেছেন।

/এনকে

Exit mobile version