Site icon Jamuna Television

আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন বাইডেনপুত্র হান্টার

আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। মঙ্গলবার (১১ জুন) ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনের একটি জুরি বোর্ড হান্টারকে দোষী সাব্যস্ত করেন। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

এক সপ্তাহ ধরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে তিনটি অভিযোগের সবক’টিতেই দোষী সাব্যস্ত হন বাইডেন পুত্র। হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন।

ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টপুত্র হিসেবে হান্টার বাইডেনের এমন মামলায় দোষী সাব্যস্ত হওয়ার প্রথম নজির এটি। দোষী সাব্যস্ত হওয়ায় কারাদণ্ড হতে পারে হান্টার বাইডেনের। নির্বাচনের আগে যা বাইডেনকে বেশ চাপে ফেলবে বলেই ধারণা বিশ্লেষকদের।

/এএম

Exit mobile version