Site icon Jamuna Television

টোল চাওয়ায় বুলডোজার দিয়ে টোল প্লাজা গুঁড়িয়ে দিলেন চালক

ভারতের উত্তর প্রদেশের একটি সেতু দিয়ে বুলডোজার নিয়ে যাচ্ছিলেন চালক। এসময় টোল চাওয়া হয় তার কাছে। এতেই মেজাজ হারান বুলডোজার চালক। গুঁড়িয়ে দেন টোল প্লাজার বিভিন্ন অংশ। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

মঙ্গলবার (১১ জুন) দিল্লি-লখনৌ জাতীয় মহাসড়কে অবস্থিত সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিজের মোবাইলে ধারণ করেন টোল প্লাজার এক কর্মী।

ভিডিওতে দেখা যায়, টোল প্লাজার এক কর্মী তার কাছে টোল চাচ্ছেন। ঠিক তখনই নিজের বুলডোজার দিয়ে তাণ্ডব চালানো শুরু করেন তিনি। শুরুতেই প্রবেশের স্থানে দাঁড়িয়ে থাকা লোহার স্তম্ভে বুলডোজার দিয়ে আঘাত করেন চালক।

ভিডিওতে টোল প্লাজার কর্মীরা দাবি করেন, সেখানে অবস্থিত দুটি বুথই ধ্বংস করে দিয়েছেন সেই বেপরোয়া চালক। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা করা হয়েছে। ঘাতক চালককে খুঁজছে পুলিশ।

/এমএইচ

Exit mobile version