জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে হুমায়ুন কবির নামে সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ জুন) সদর থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।
অভিযোগকারী হুমায়ুন কবির জয়পুরহাট সদরের পুরাতন বাজার এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (জেসিও) হিসেবে কর্মরত ছিলেন।
মামলার আসামিরা হলেন, তার আপন দুই ভাই মো. রফিকুল ইসলাম (৫৪) ও ফিরোজ হোসেন (৪৮)।
মামলার এজাহারে বলা হয়, গত ৮ জুন রফিকুল ইসলাম ও ফিরোজ হোসেন হুমায়ন কবিরের ঘরে প্রবেশ করে মারধর করে জখম করে। এ সময় তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।
/আরএইচ

