Site icon Jamuna Television

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে চামেলিকে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার চামেলি খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে ঢাকায় আনা হয়েছে। চামেলির সঙ্গে তার মা, বোনসহ পরিবারের তিনজন সদস্য আছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি উড়োজাহাজের একটি ফ্লাইটে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাকে ঢাকায় নেয়া হয়।

পায়ের লিগামেন্ট ছিঁড়ে এবং মেরুদণ্ডের দুই হাড়ের ডিস্ক নষ্ট হয়ে মৃত্যুশয্যায় চামেলি খাতুন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডারের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চামেলির বাড়ি রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায়। ২০১১ সালে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে জাতীয় দল থেকে অবসর নেন। এক সময়ের মাঠ কাঁপানো এই অলরাউন্ডার এখন পার করছেন জীবনের চরম দুঃসময়।

Exit mobile version