Site icon Jamuna Television

চট্টগ্রামে খালে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে খালে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১২ জুন) ভোর ৬টার দিকে রাজাখালি খালের ১৪ নম্বর গলির মুখে ভাসতে থাকে ওই শিশুর মরদেহ।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও শনাক্ত হয়নি উদ্ধার হওয়া শিশুর পরিচয়।

এদিকে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী এখনও এক শিশু নিখোঁজ রয়েছে। তবে পুলিশ বলছে দুইজন নয় একজনই নিখোঁজ ছিলো। ভোরে সেই শিশুর মরদেহ ভেসে উঠে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এসআই নোমান জানান, দুইজন শিশু নিখোঁজের তথ্য সঠিক নয়। যে শিশুটি নিখোঁজ ছিলো তার মরদেহ সকালে ভেসে উঠে। তবে এখনও শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

এর আগে, মঙ্গলবার (১২ জুন) বিকেলে ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালালেও সফল হয়নি তারা।

/এএস

Exit mobile version