Site icon Jamuna Television

প্রেমের টানে মাগুরায় ভারতীয় কিশোরী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রেম মানে না কোন বাধা, তাই প্রেমের টানে ভারত থেকে মাগুরায় ছুটে এসেছেন এক কিশোরী।

জানাগেছে, মাগুরা জেলার বাওখালি গ্রামের লাল্টু মন্ডলের ছেলে শংকর মন্ডলের (১৬) সাথে মোবাইল ফোনে পরিচয় হয় ভারতের মাজদিয়া উপজেলার বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে সুইটি বিশ্বাসের (১৪)সাথে। এরপর থেকে দুজনের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জার মাধ্যমে কথাবার্তা আদান প্রদান চলতে থাকে। এভাবে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে শংকর মন্ডল ভারতে যায় সুইটি সাথে দেখা করেন।

গত ২৯ অক্টবর সকালে শংকর মন্ডল বাংলাদেশে ফিরে আসলে হঠাৎ করে ৩০ শে অক্টোবর সুইটি মাগুরা জেলার বাওখালি গ্রামে শংকরের বাড়িতে গিয়ে হাজির হোন। গতকাল ১ লা নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কাশিপুর বেদে পল্লীতে ঘুরাঘুরি করার সময় এলাকাবাসী সন্দেহমূলক ভাবে এই দুইজনকে আটক করে ।

পরে বৃহঃস্পতিবার রাতে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। রাতে শংকরের বাড়ীতে গ্রামবাসী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে দুজনের বিবাহ সম্পন্ন হয়। এ ঘটনায় শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়।

Exit mobile version