Site icon Jamuna Television

কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার হবে বর্জ্য: মেয়র তাপস

ফাইল ছবি।

কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এছাড়া পশুর হাটের বর্জ্য ৭২ ঘন্টার মধ্যে পরিষ্কার সম্পন্ন হবে বলেও জানান তিনি।

বুধবার (১২ মে) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় মেয়র ঢাকাবাসীকে ঈদের ২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান। যেহেতু পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ব্যক্তিরা টানা ৩ থেকে ৪ দিন কাজ করেন তাই এই আহ্বান জানান।

তিনি বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কোরবানির পশুর হাটের কারণে যাতে নগরে যানজট না হয় সেই ব্যবস্থা নেয়া হয়েছে। ৩৫ হাজার মানুষ ঈদগাহে নামায পড়বেন।

তিনি আরও বলেন ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। বলেন এবার ঈদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেয়া হয়েছে। নারীদের ও কূটনীতিকদের নামাজে অংশ নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামায আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version