Site icon Jamuna Television

সেনাপ্রধানের সাথে রুয়ান্ডার চিফ অব ডিফেন্স স্টাফের সাক্ষাত

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ- জেনারেল এমকে মুবারক। বুধবার (১২ জুন) সকালে ঢাকা সেনানিবাস্থ সেনাসদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় কুশল বিনিময়ের পাশাপাশি দু’দেশের মধ্যকার সুসম্পর্ক আরও বেগবান করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ও উঠে আসে আলোচনায়।

এর আগে, এদিন সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রুয়ান্ডার চিফ অব ডিফেন্স স্টাফ। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, গত ১১ জুন পাঁচদিনের সফরে ঢাকায় আসেন এমকে মুবারক। সফরকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন, বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম পরিদর্শন, রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং কক্সবাজার এরিয়া পরিদর্শন করবেন তিনি। এই সফর বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

/এমএইচ

Exit mobile version