Site icon Jamuna Television

ইসরায়েলের মিসাইল হামলায় হিজবুল্লাহ’র শীর্ষ কমান্ডারসহ নিহত ৪

ইসরায়েলের মিসাইল হামলায় এবার প্রাণ গেলো হিজবুল্লাহ’র এক শীর্ষ কমান্ডারের। মঙ্গলবার (১২ জুন) লেবাননে চালানো এই হামলায় মৃত্যু হয়েছে আরও অন্তত তিনজনের। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির স্থানীয় বিভিন্ন গণমাধ্যম।

জানা গেছে, এদিন লেবাননের দক্ষিণাঞ্চলের জোয়াইয়া শহরে হামলা চালায় তেলআবিবের সেনারা। স্থানীয় গণমাধ্যম জানায়, একটি ভবনে তিনটি মিসাইল ছোঁড়া হয়, যাতে হিজবুল্লাহ’র সামরিক কমান্ডার আবু তালিব ও তার তিন সঙ্গীর মৃত্যু হয়। এতে আহত হয় আরও ১০ জন।

এদিকে হামলার জবাবে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ১২টি ড্রোন ও ৮০টি মিসাইল ছুঁড়েছে হিজবুল্লাহ। গাজায় তেলআবিবের আগ্রাসন শুরুর পর থেকেই এমন হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত।

/এমএইচ

Exit mobile version