Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত

ছবি: এপি

দখলকৃত পশ্চিম তীরে তল্লাশি অভিযানের নামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১১ জুন) জেনিনে চালানো হামলায় ৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

তেল আবিবের দাবি, নিহতদের মধ্যে ৪ জন স্বাধীনতাকামী সংগঠনের সদস্য। কাফর দান শহরে সেনাদের সঙ্গে গুলি বিনিময়ের সময় তাদের মৃত্যু হয়। হামাস সদস্যদের সন্ধানেই চিরুনি অভিযান পরিচালনা করা হয় বলে দাবি নেতানিয়াহু প্রশাসনের। মঙ্গলবারের এই হামলায় জেনিনে বিধ্বস্ত হয় একাধিক বাড়ি। আগুন ধরিয়ে দেয়া হয় গাড়িতে।

প্রসঙ্গত, আট মাসেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলছে। এ সময়ে ইসরায়েল এই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ১৩৩ শিশুসহ ৫৪৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।

/এএম

Exit mobile version