Site icon Jamuna Television

অনুগ্রহ করে অধিনায়কত্ব ছেড়ে দাও— বাবরকে শোয়েব মালিক

ছবি: সংগৃহীত

বড় টুর্নামেন্টে পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতা মানেই খেলোয়াড়দের দিকে সমালোচনার তীর ধেয়ে আসা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সাবেকদের কথার তোপের মুখে পড়েছেন বাবর আজম-শাহিন আফ্রিদিরা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক টেন স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে অধিনায়কের পদ থেকে বাবরকে সরে দাঁড়াতে বলেন। অধিনায়কত্ব ছাড়া নির্ভার হয়ে খেলতে পারবেন বাবর, এমন অভিমত তার। সেই সাথে রিজওয়ানদের ব্যাটিং নিয়েও নিজের অসন্তুষ্টির কথা জানান তিনি।

শোয়েব মালিক বলেন, আমি অনেক দিন ধরে বাবর আজমকে বলছি, অনুগ্রহ করে অধিনায়কত্ব ছেড়ে দাও। তুমি একজন বড় মাপের খেলোয়াড়, তুমি নিজের সেরাটা তখনই দিতে পারবে, যখন তোমার ওপর অতিরিক্ত দায়িত্ব থাকবে না। বাবর যদি নেতৃত্ব থেকে দূরে থাকে, সেটা ওর জন্যই ভালো হবে।

অধিনায়কত্ব নিয়ে বাবর-আফ্রিদির বিবাদ স্পষ্ট। বাকিদের মধ্যে জেকে বসেছে বিভাজন। তাই পুরো দলকে ঢেলে সাজানোর আহ্বান আরেক সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরামের। তিনি বলেন, পাকিস্তানি খেলোয়াড়রা মনে করে, তারা ভালো পারফর্ম না করলে কোচদের বরখাস্ত করা হবে, তাদের কিছুই হবে না। কোচকে রেখে পুরো দল পরিবর্তন করার সময় এখন।

প্রথম দুই ম্যাচে হার, এরপর কানাডার বিপক্ষে ৭ উইকেটে জিতলেও এখনও অনিশ্চিত সুপার এইট। বৈশ্বিক আসরে দলের এই পারফরম্যান্সে ভীষণ ক্ষুব্ধ হাফিজ। তার দাবি, লোভে পড়েই আমির-ইমাদকে দলে নিয়েছে পিসিবি।

মোহাম্মাদ হাফিজ বলেছেন, পিসিবি লোভে পড়ে তাদের দলে নিয়ে এসেছে। যারা পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করেছে, এমন খেলোয়াড়দের সঙ্গে তারা লেনদেনের চুক্তি করেছে। এরা কেউ ঘরোয়া ক্রিকেট খেলতে চাইতো না। এটা কীভাবে সম্ভব, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলে না এমন ক্রিকেটারদের দলে নেয়া হলো।

বাবর-রিজওয়ান-আফ্রিদিদের সুপার এইটে খেলতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও।

/আরআইএম/এমএন

Exit mobile version