Site icon Jamuna Television

খামারে আগুন, পুড়ে ছাই কোরবানির হাটে বিক্রির ১৩ গরু

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরে শিবচরের উমেদপুর এলাকায় একটি গরুর খামারে আগুনের ঘটনা ঘটেছে। এতে ওই খামারের ১৩টি গরু এবং এর পাশের মুরগির খামারের ২ হাজার মুরগি পুড়ে মারা গেছে। বুধবার (১২ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক মিলন মুন্সি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে মিলন মুন্সির গরুর খামারে প্রথমে আগুন লাগে। ওই খামারে মোট ১৪টি গরু বাধা ছিল। আগুনের টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে যায়। তবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খামারের গরুর রশি কাটা সম্ভব হয়নি। এতে ১৩টি গরুর মৃত্যু হয় এবং একটি শেডের ২ হাজার মুরগি মারা যায়৷

জানা গেছে, গরুগুলো কোরবানির হাটে বিক্রির জন্য কুতুবপুর হাটে নেয়ার কথা ছিল। তবে অগ্নিকাণ্ডের সুনিদৃষ্ট কোনো কারণ জানা যায়নি। এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের এ ঘটনা ঘটতে পারে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বিষয়টি নাশকতা কি না তাও খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে দাবি করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জামান মুন্সি।

/এএস/এমএন

Exit mobile version