Site icon Jamuna Television

এবার ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর

ছবি: এএফপি

পাল্টাপাল্টি হামলায় আবারও চরম উত্তেজনা ছড়িয়েছে লেবানন-ইসরায়েল সীমান্তে। তেল আবিবের হামলায় সিনিয়র কমান্ডার নিহতের প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার প্রতিবেদনে তা বলা হয়েছে।

আজ বুধবার (১২ জুন) লেবাননের দক্ষিণাঞ্চল থেকে দখলকৃত গোলান মালভূমিতে ১শ’ এরও বেশি রকেট ছোড়ার দাবি করে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এতে হতাহতের কোনো খবর না পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরটি। যদিও একাধিক রকেট প্রতিহতের দাবি করেছে তেল আবিব।

গতকাল মঙ্গলবার (১১ জুন) ইসরায়েলি বিমান হামলায় ৩ হিজবুল্লাহ সদস্যসহ এক সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হয়েছেন। জবাবে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে লেবানন-ইসরায়েল।

/এএম/এমএন

Exit mobile version