Site icon Jamuna Television

বিমান দুর্ঘটনায় ভাইস প্রেসিডেন্ট নিহত: মালাবিতে ২১ দিনের শোক

বিমান দুর্ঘটনায় ভাইস প্রেসিডেন্টসহ দশজন নিহত হওয়ার ঘটনায় ২১ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে পূর্ব আফ্রিকার দেশ মালাবি। আজ বুধবার (১২ জুন) দেশটির সরকার এ ঘোষণা দেয় বলে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দেশটির সরকার জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট সাউলোস ক্লস চিলিমার অন্ত্যেষ্টিক্রিয়া হবে রাষ্ট্রীয় সম্মানে। জাম্বিয়ার একটি সামরিক বিমানে করে দুর্ঘটনায় নিহতদের মরদেহ নেয়া হয়েছে রাজধানীতে।

উল্লেখ্য, সোমবার (১০ জুন) দেশটির উত্তরাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি। পরের দিন খোঁজ পাওয়া যায় ধ্বংসাবশেষের। নিহত ঘোষণা করা হয় ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক ফার্স্ট লেডিসহ বিমানটির ১০ যাত্রীকে।

ইতোমধ্যে একদিনের শোক পালিত হয় দেশটিতে। মালাবির আগামী নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন সাউলোস ক্লস চিলিমা।

/এএম

Exit mobile version