Site icon Jamuna Television

‘অনেক এমপির গাড়ি কেনার টাকা নেই’

সংগৃহীত ছবি।

গাড়ি কেনা সংসদ সদস্যদের জন্য বিলাসিতা নয় প্রয়োজন। কিন্তু অনেক এমপির গাড়ি কেনার টাকা নেই। এমন মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। বুধবার (১২ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি।

ফরিদা ইয়াসমিন বলেন, মেয়র ও উপজেলার চেয়ারম্যানরা সরকার থেকে গাড়ি বরাদ্দ পায়। কিন্তু সংসদ সদস্যরাও জনপ্রতিনিধি। বিভিন্ন কাজে তাদেরকেও অনেক জায়গায় যেতে হয়।

তিনি আরও বলেন, এবারের বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক ধার্যের প্রস্তাব মহৎ উদ্দেশ্য থেকে করা হয়েছে। এ সময় সরকার থেকে এমপিদের একটি গাড়ি বরাদ্দ দেয়া হলে, তা আমদানির প্রয়োজন পড়ে না বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version