Site icon Jamuna Television

ভোমরা বন্দরের পার্কিংয়ে ট্রাক চাপায় ভারতীয় হেলপার নিহত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ট্রাক চাপায় ভারতীয় হেলপার নিহত হয়েছে। বুধবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে বন্দরের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মন্ডল (৪০) বশিরহাট জেলার ইটন্ডিয়া এলাকার হাবিবুল্লাহ মন্ডলের ছেলে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের এসআই বিশ্বজিত কুমার জানান, বন্দরের পার্কিংয়ে ট্রাক চাপায় ভারতীয় হেলপার নিহত হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটলো সেটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

এটিএম/

Exit mobile version