Site icon Jamuna Television

যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও কিছু পরিবর্তন দাবি হামাসের

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্লিনকেন। ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে আবারও কিছু পরিবর্তন দাবি করেছে হামাস। এমন তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।

বুধবার (১২ জুন) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রাহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিনকেন। সেখানে তিনি বলেন, চুক্তিতে হামাস যে পরিবর্তনগুলো চাইছে, তার সবগুলো সম্ভব নয়। কিছু বিষয়ে পর্যবেক্ষণ চলছে বলেও জানান।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী কুয়েত ও মিসর। গত ৩১ মে তিন ধাপ বিশিষ্ট প্রস্তাব দেন বাইডেন। যেটিকে আখ্যা দেয়া হয় স্থায়ী যুদ্ধবিরতির রোডম্যাপ হিসেবে। সেসময় বলা হয়েছিল, ইসরায়েল অনুমোদন দিয়েছে প্রস্তাবটিতে। যদিও হামাস বলছে, তারা শুরুতে সম্মতি দিলেও বাইডেনের প্রস্তাবে বেশকিছু সংশোধন করেছিল তেল আবিব।

/এএম

Exit mobile version