Site icon Jamuna Television

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। এ হামলায় আহত হয়েছেন অন্তত ২৯ জন। খবর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, বুধবার (১২ জুন) একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এর আগে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

‘দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ডগ। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা গেছে দমকল কর্মীদের।

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, প্রতিদিন ও প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাসী কার্যক্রম প্রমাণ করছে যে ইউক্রেনের (তার অংশীদারদের সাথে) বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা উচিত।

তবে জেলেনস্কির শহরে হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

/এএম

Exit mobile version