Site icon Jamuna Television

তজুমদ্দিনে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে: এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। সেই ধারাবাহিকতায় তজুমদ্দিনেও শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। আজ শুক্রবার ভোলার তজুমদ্দিনে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তজুমদ্দিনবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এমপি শাওন।

জনগণের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার নিরসলভাবে কাজ করছে উল্লেখ করে সংসদ সদস্য শাওন বলেন, মানুষের মাথাপিছু আয় প্রায় ১২শ’ ডলার বেড়েছে। যা আগে ছিল মাত্র পাঁচশ’ ৩০ ডলার। বিএনপি-জামায়াত সরকারের আমলে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পায়। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এখন এই অঞ্চলে শান্তির সুবাতাস বইছে বলেও মন্তব্য করেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

Exit mobile version