Site icon Jamuna Television

শান্তিরক্ষায় দেশের সুনাম বজায় রাখতে আহ্বান বিমানবাহিনী প্রধানের

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্যদের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে দায়িত্বরত কন্টিনজেন্টের ১২৫ জন শান্তিরক্ষীর রদবদল হচ্ছে। তাদের উদ্দেশে বিমান বাহিনী প্রধান বলেন, মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। জাতিসংঘ শান্তিরক্ষায় বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের সদস্যরা বেশি সুনাম অর্জন করেছে। বিভিন্ন সময় শান্তিরক্ষায় নিয়োজিত অনেকে প্রাণও দিয়েছেন।

পরে, মিশনের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছাড়াও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৭ জুন মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্দেশে যাত্রা করবেন কন্টিনজেন্টের সদস্যরা।

/এমএইচ

Exit mobile version