Site icon Jamuna Television

মিয়ানমারে রাতভর গোলাগুলি, আতঙ্কে টেকনাফ সীমান্তের বাসিন্দারা

কক্সবাজার করেসপনডেন্ট:

টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকাসহ আশাপাশের সীমান্তে মিয়ানমারের ওপার থেকে ভেসে আসছে মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ। এতে সীমান্তের এপারে অর্থাৎ টেকনাফের বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

বুধবার (১২ জুন) দিবাগত রাত থেকেই আসছে মর্টারশেল বিস্ফোরণের শব্দ। এমন অবস্থায় ট্রলারে করে টেকনাফ থেকে সেন্টমার্টিনে খাদ্যসহ নিত্যপণ্য নিয়ে যাওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য প্রস্তুত ছিল চারটি ট্রলার। কিন্তু গতরাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে আবারও একের পর এক মর্টারশেল বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয় এই এলাকা।

নাফ নদীতে মিয়ানমার নৌবাহিনীর টহল জোরদার করেছে জানিয়ে তিনি আরও বলেন, এমন অবস্থায় ট্রলার নিয়ে যাওয়া সম্ভব না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল নিত্যপণ্য ও যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে রওয়ানা হবে।

/এমএইচ/এমএন

Exit mobile version