Site icon Jamuna Television

সেমিফাইনালে যেতে অবিশ্বাস্য সব সমীকরণ মেলাতে হবে নিউজিল্যান্ডকে

ছবি: সংগৃহীত

অবিশ্বাস্য, অপ্রত্যাশিত… গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে নিউজিল্যান্ড! কাগজে-কলমে না হলেও কিউইদের বিদায় অনেকটাই ‘নিশ্চিত’। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ফাইনালিস্টদের এবারের আসরেও সেমিফাইনালে দেখেছিলেন অনেকে। কিন্তু টানা দুই হারে কিউইদের সে সম্ভাবনা যে নেই বললেই চলে। সেমিফাইনালে যেতে হলে তাদের মেলাতে হবে অবিশ্বাস্য সব সমীকরণ।

প্রথমে আফগানিস্তানের বিপক্ষে হার, এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ রানের পরাজয় টানা দুই হারে নিউজিল্যান্ডের নেট রান রেট নেমে গেছে অনেক, মাইনাস ২.৪২৫। অপরদিকে, দুই ম্যাচে আফগানিস্তানের নেট রান রেট এখন টুর্নামেন্টের সর্বোচ্চ ৫.২২৫। টানা ৩ ম্যাচ জিতে উইন্ডিজের নেট রান রেট +২.৫৯৬।

পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেলেই পরের রাউন্ডে চলে যাবে আফগানিস্তান। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে উগান্ডা ও পাপুয়া নিউগিনির ম্যাচের আর কোনও গুরুত্ব থাকবে না।

/আরআইএম/এমএন

Exit mobile version