Site icon Jamuna Television

ভারত থেকে নতুন শক্তি সঞ্চয় করে এসেছেন প্রধানমন্ত্রী: রিজভী

ফাইল ছবি।

একদলীয় ফ্যাসিবাদী শাসনে বিরোধীদলের নেতাকর্মীদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন, অবস্থা দেখে মনে হচ্ছে ভারত থেকে নতুন শক্তি সঞ্চয় করে এসেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

সরকার দেশের অর্থনৈতিক কাঠামো নষ্ট করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, গুম-খুন আর বিচারবহির্ভূত হত্যা থেকে কেউ রেহাই পাচ্ছে না। আওয়ামী শাসকগোষ্ঠী আজ খ্যাপা ঐরাবতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, হুমকি-ধামকি দিয়ে বিএনপিকে স্তব্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরে আসবে না ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যহত থাকবে।

/এমএইচ/এমএন

Exit mobile version