Site icon Jamuna Television

বুয়েটে শত কোটি টাকা ব্যয়ে স্থাপিত হবে অত্যাধুনিক ন্যানো ল্যাব

১০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৩ জুন) বুয়েটে ইনস্টিটিউট অব রোবটিক্স এন্ড অটোমেশন (আইআরএবি) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বুয়েটে ১০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের কাজ শুরু করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে এটির টেন্ডার প্রক্রিয়া চলছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোবোটিক্স সম্পর্কে আরও বেশি করে শেখা ও জানার সুযোগ করে দেয়ার জন্য সরকার ‘ইনস্টিটিউট অব রোবটিক্স এন্ড অটোমেশন’ স্থাপনে আগ্রহী বলেও জানান তিনি।

এর আগে, অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীসহ সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় বুয়েটে তৈরি রোবোসেবা – হেলথ অবজেক্টিভ রোবট। অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব মোঃ সামসুল আরেফিন ও বুয়েটের উপ-উপচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।

/এমএইচ

Exit mobile version