Site icon Jamuna Television

বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরির অভিযোগ

বগুড়া ব্যুরো:

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) দিবাগত রাতে সদরের মাটিডালি শাখায় দুই তলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা ওই টাকা চুরি করে।

জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার স্নিগ্ধ আখতার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিলেন না। গতকাল বুধবার বিকেলে ব্যাংকে কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। বৃহস্পতিবার সকালে এসে তারা ব্যাংকের সিন্দুকটি কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এর আগে গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। 

/এমএইচ/এমএন

Exit mobile version