Site icon Jamuna Television

যে চার দলের ‘সুপার এইট’ নিশ্চিত

ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ২৬টি ম্যাচ এরই মধ্যে মাঠে গড়িয়েছে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়াসহ টাই ও সুপার ওভারের একাধিক জমজমাট লড়াই দেখেছে দর্শক। জমে উঠেছে প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিল। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে সুপার এইট নিশ্চিত করেছে মোট চারটি দল। বাকি চারটি স্থানের জায়গা পাওয়ার দৌঁড়ে এখনও টিকে আছে ১৪টি দল। অপরদিকে সুপার এইটের স্বপ্ন শেষ হয়ে গেছে নামিবিয়া ও ওমানের।

বৃহস্পতিবার (১৩ জুন) নিউজিল্যান্ডকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সুপার এইটে নাম লিখিয়েছে ক্যারিবিয়ানরা। এর আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত নিশ্চিত করেছে সুপার এইট। 

সুপার এইটে পৌঁছাতে কিছু দলের সামনে অপেক্ষা করছে কঠিন সমীকরণ। সে আশায় টিকে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো বড় দলগুলোও। এদের মধ্যে আজ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচে যেকোন ফলাফল এলেই বিদায় নিতে হবে ২০১৪ চ্যাম্পিয়নদের।

প্রসঙ্গত, আজই সুপার এইটে এক পা দিয়ে রাখতে পারে টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই শেষ আটে পৌঁছাবে নাজমুল হাসান শান্তর দল।

/এমএইচআর

Exit mobile version