Site icon Jamuna Television

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ফাইল ছবি।

ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী সোমবার (১৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এছাড়া কোরবানির পশুর চামড়া ও কাচা বা রান্না মাংস মেট্রোরেলে বহন করা যাবে না বলেও জানানো হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অফিস সময়সূচি পরিবর্তন হওয়ায় এর সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল। আর কতক্ষণ পরপর চলবে তা-ও জানানো হয়। এছাড়া আগামী ১৬ জুন থেকে শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচলেও নতুন সময় নির্ধারণ করা হয়েছে। ইতোপূর্বে আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানানো হয়।

১৯ জুন থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে সরকার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। তাতে প্রায় দুই বছর পর আবারও ৯টা–৫টা সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো।

/আরএইচ/এমএন

Exit mobile version