Site icon Jamuna Television

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। পুলিশের দাবি, তারা ২ জনই মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী। শুক্রবার (০২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, মুক্তাগাছার রসুলপুর এলাকায় সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। পাল্টা গুলি চালায় পুলিশও। পরে ঘটনাস্থল থেকে আব্দুল্লা হেল বাকী নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে, কোতয়ালী থানাধীন দরিয়াপুর মাঠে সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলিতে আলমগীর নামে আরও একজন গুলিবিদ্ধ হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ে মৃত্যু হয় তার। আলমগীরের বিরুদ্ধেও সন্ত্রাসী আইনে একাধিক মামলা রয়েছে।

Exit mobile version