Site icon Jamuna Television

মুসলিম অতিথি রাখায় চীনা হোটেলকে জরিমানা

উইঘুর মুসলিমকে অথিতি হিসেবে রাখায় দক্ষিণ চীনের এক হোটেলকে জরিমানা করেছে কর্তৃপক্ষ। আগামি ১৮ অক্টোবর কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। তাই পুলিশ নিরাপত্তার স্বার্থে সারাদেশের হোটেল মালিকদের নির্দেশনা দেয় যে জিনজিয়ান প্রদেশ থেকে আশা মুসলিমকে অতিথি হিসেবে রাখা যাবে না।

রেডিও ফ্রি এশিয়া জানায়, জিনজিয়ান থেকে আসা গেস্ট রেখে নিয়ম ভঙ্গ করায় সেভেন ডে’স ইন হোটেলকে ১৫ হাজার ইউয়ান বা ১৭শ ডলার জরিমানা করেছে পুলিশ। এর আগে গত বছরও আগস্টের দিকে চীনা পুলিশ কর্তৃপক্ষ মুসলিমদের হোটেলে গেস্ট না রাখার নির্দেশ দিয়েছিল। সম্প্রতি চীন সরকার সন্ত্রাসবাদ বিশেষ করে মুসলিম জঙ্গিবাদ নিয়ে চরম সতর্কতা অবলম্বন করছে। বেইজিং মনে করছে চীনের সম্প্রতি সন্ত্রাসী হামলার সঙ্গে উইঘুর মুসলিমরা জড়িত।

এদিকে সন্ত্রাসবাদ দমনে সরকারের নেয়া এরকম সিদ্ধান্তের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন সমূহ। তারা বলেন সরকারের এই অতিরিক্ত আচরন ক্ষুদ্রনৃগোষ্ঠির জন্য হুমিকস্বরূপ। দীর্ঘদিন থেকে জিনজিয়ান প্রদেশের মুসলিমরা অভিযোগ করে আসছে তারা বৈষম্যের শিকার।

টিবিজেড/

Exit mobile version