Site icon Jamuna Television

‘প্রস্তাবিত বাজেটে শুল্ক-ভ্যাটের বোঝা চাপানো হচ্ছে’

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক ও ভ্যাটের বোঝা চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানামালিকদের সংগঠন বিজিএপিএমইএ। সংগঠটি বলছে, সৎ ব্যবসায়ীদের করের চাপে ফেলে অবৈধ সম্পদের মালিকদের করছাড় দেয়া অযৌক্তিক।

প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীতে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মলনে এ অভিযোগ করা হয়। তৈরি পোশাক শিল্পের আনুসঙ্গিক পণ্য প্রস্তুতকারী শিল্পের চিত্র এ সময় তুলে ধরা হয়।

সংগঠনটির নেতারা বলেন, কারখানাগুলো একদিকে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং সরবরাহ সংকটে পড়েছে। অন্যদিকে, লাগামহীন ডলারের মূল্যবৃদ্ধির ফলে বিপাকে পড়েছে উদোক্তারা। এমন সময়ে প্রস্তাবিত বাজেটে এই খাতের ওপর বহুমুখী কর ও শুল্কের ভার চাপিয়ে দেয়া হয়েছে। আগামী বাজেট পাশ হওয়ার আগে এই খাতের জন্য বিনিয়োগ সহায়ক করনীতি বাস্তবায়নের দাবি জানান তারা।

বিজিএপিএমইএ’র সভাপতি মো. শাহরিয়ার বলেন, বর্তমানে প্রচ্ছন্ন রফতানিকারক হিসেবে এক বছরের প্রাপ্যতা দেয়া হচ্ছে। যা তিন বছর করার দাবি জানিয়েছেন তিনি।

/আরএইচ

Exit mobile version