Site icon Jamuna Television

আখাউড়া বন্দর দিয়ে প্রথমবারের মতো জিরা আমদানি

আখাউড়া করেসপনডেন্ট:

প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে আমদানি করা হলো জিরা। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় জিরা ভর্তি ভারতীয় একটি ট্রাক আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।

ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রো ল্যান্ড সলিউশন এদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭ টন জিরা আমদানি করে। প্রতি টন জিরা ২ হাজার ৫০০ মার্কিন ডলার মূল্যে (বাংলাদেশি মুদ্রায় যা দুই লাখ ৯২ হাজার ৫০০ টাকা) আমদানি করা হয়।

উল্লেখ্য, প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি শুরু হয়েছে। তাই জিরা আমদানিতেও গতি ফিরবে বলে মনে করছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও বন্দরের ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরে জিরা আমদানি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন মেসার্স শফিকুল ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম। তিনি বলেছেন, কোরবানির ঈদ উপলক্ষ্যে বন্দর দিয়ে জিরা আমদানি করা হয়েছে। তবে আজ শুক্রবার সরকারি ছুটি শুরু হওয়ায় ঈদের আগে বন্দর থেকে জিরা খালাস না করতে পারার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

/এমএইচ/এমএন

Exit mobile version