Site icon Jamuna Television

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আটক ১২

র‍্যাবের অভিযানে গ্রেফতার টিকিট কালোবাজারিদের একাংশ। ছবি: সংগৃহীত।

রেলের টিকিট কালোবাজারি করার অভিযোগে ১২ জনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১৪ জুন) দুপুরে কমলাপুর রেলস্টেশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।

তিনি জানান, রাজধানীর মৌচাক ও কমলাপুর থেকে ১০ জন এবং ঠাকুরগাঁও থেকে ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক রেলের টিকিট জব্দ করা হয়েছে। এছাড়া কালোবাজারির বিভিন্ন আলামতও পাওয়া গেছে।

র‍্যাব জানায়, ভূয়া এনআইডি দিয়ে তারা এসব টিকিট কাটতো। পাশাপাশি চক্রের সক্রিয় সদস্যদের দিয়ে টিকিট কাটাতো তারা। সেই টিকিট পরে তিন থেকে চারগুণ দামে বিক্রি করা হতো। রেলের টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

/এমএইচ/এমএন

Exit mobile version