Site icon Jamuna Television

দৌলত‌দিয়ায় যাত্রী‌ ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

রাজবাড়ী করেসপনডেন্ট:

প্রিয়জ‌নের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী হচ্ছে মানুষ। শুক্রবার (১৪ জুন) সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটে যানবাহন ও যাত্রী‌দের চাপ বে‌ড়ে‌ছে। ত‌বে যানবাহ‌নের কোনো সি‌রিয়াল নেই এবং নদী পার হয়ে ভোগা‌ন্তি ছাড়াই গন্তব্যে ছুটছে ঘরমুখো মানুষ।

এদিকে, মহাসড়কে যানবাহনের চাপ থাক‌লেও ধীরগতি বা যানজট নেই। সড়কের বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, যাত্রী ও যানবাহ‌নের চাপ থাকলেও ভোগান্তি নেই। এই রুটে ছোট-বড় মিলে ১৮টি ফেরির মধ্যে ১৬টি ফেরি ও ২০‌টি লঞ্চ দি‌য়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

/এটিএম/এমএন

Exit mobile version