Site icon Jamuna Television

ভারতের সাথে সুসম্পর্ক রেখেই তিস্তার হিস্যা আদায় সম্ভব: সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিস্তার পানির হিস্যা নিশ্চিত করা না গেলে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। ভারতের সাথে সুসম্পর্ক রেখেই তিস্তার হিস্যা আদায়ের মাধ্যমে পররাষ্ট্র নীতি বাস্তবায়ন সম্ভব এ কথা বলেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার (১৪ জুন) দুপুরে দৈনিক ভোরের কাগজের আয়োজনে ‘বাংলাদেশ ভারতের নতুন সরকার: সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের নতুন সূচনা’ গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। তবে এ নিয়ে ভারতের সাথে একটা সমঝোতা হতে পারে, এ কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালযের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

তিনি আরও বলেন, তিস্তার পানি ভাগাভাগি সম্ভব নয়। পানি বণ্টন নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের যে ভাবনা সেখানে যুক্তি আছে। যতটুকু পানি আছে তা তাদের প্রয়োজন। তবে চীনের যেহেতু সেখানে আগ্রহ আছে। এখন দেখার বিষয়, ভারতের চিন্তায় সেখানে নতুনত্ব আসে কি না।

ভারতে প্রধানমন্ত্রীর আসন্ন দ্বিপক্ষীয় সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গোলটেবিল বৈঠকে ভারতীয় গণমাধ্যমকর্মীরা বলেন, নিরাপত্তা স্বার্থে দুই দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি করা দরকার।

/এটিএম/এমএন

Exit mobile version